Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যশোর সদর উপজেলায় চলমান “বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প” এর ‘কৃষি প্রযুক্তি মেলা-2022’ অনুষ্ঠিত হলো।
বিস্তারিত

 যশোর সদর উপজেলায় গত 30/11/2022 খ্রি,চলমান “বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প” এর ‘কৃষি প্রযুক্তি মেলা-2022’ অনুষ্ঠিত হলো। প্রতি বছরের মত এই বছর ও সুন্দর পরিবেশে মেলা পরিচালনা হয়েছে। এবারের মেলায় বিভিন্ন ধরণের রপ্তানিযোগ্য সবজি যেমনঃ লাউ, পেঁপে, পটল, বাঁধাকপি, ফুলকপি, লতিকচু, ডাটা, মুখীকচু, শিম। ফলগ্রাম যেমনঃ সজিনা গ্রাম, কলা গ্রাম, বেল গ্রাম, তেঁতুল গ্রাম, আম বাগান, লিচু বাগান, ড্রাগন বাগান, মাল্টা বাগান ইত্যাদি। এছাড়া  জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা, বালাই সহনশীন জাতের চাষ পদ্ধতি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, যান্ত্রিক দমন ব্যবস্থাপনা, আলোক ফাঁদ, ফেরোমন  ফাঁদ, ইয়োলো ফাঁদ, পাচিং, হ্যান্ড স্প্রেয়ার ইত্যাদি ক্ষতিকারণ অনেক পোকা মাকড় দমন ব্যবস্থাপনা উপস্থাপন করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/12/2022
আর্কাইভ তারিখ
15/12/2022